ববাবর
চেয়ারম্যান
বাড্ডা ইউনিয়ন পরিষদ
বাড্ডা, ঢাকা-১২১২।
বিষয়ঃ দোকান খালিকরণ প্রসঙ্গে।
জনাব,
আমি নিন্ম স্বাক্ষরকারী আপনার নিকট অভিযোগ করিতেছি যে, সামছুন নাহার জোসনা, স্বামীঃ ফজলুল করীম, সাং- উত্তর বাড্ডা, ভাওয়ালীয়াপাড়া, বাড্ডা, ঢাকা-১২১২। আপনার ইউনিয়নের একজন বাসিন্দা। সে গত ০৭-০৮-২০০০ইং সালে আমার মালিকানাধীন চ-৮৪, উত্তর বাড্ডাস্থ ঠিকানার হোটেলটি ৩ বৎসরের জন্য চুক্তিনামা মূলে ভাড়া নেয়। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হলে তাহাকে দোকান ছাড়ছে না। সে আমাদের পারিবারিক সূত্রে আত্মীয় হওয়ায় বিষয়টি মাম্লা-মোকদ্দমা বা কাউকে জানানো হয় বি। নিজেরাই সমাধানের চেষ্টা করা হয়েছে। বর্তমানে কোন চেষ্টা কার্যনা হওয়ায় দোকানটি খালি গ্রহণ পূর্বক আমার নিকট বুঝাইয়া দেওয়ার জন্য বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হল।
বিনীত নিবেদক
মোঃ চান মিয়া
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস