তারিখঃ ১৭/০৫/২০১৪ইং
সভার মন্তব্য ও রেজুলেশনঃ
উপস্থিত সদস্যদে
ক্রমিক নং | উপস্থিত সদস্যদের নাম | পদবী |
০১ | মোঃ আলী হোসেন | চেয়ারম্যান |
০২ | মোসাঃ রত্না হায়দার | সংরক্ষিত সদন্য |
০৩ | মোসাঃ কামরুন নাহার | সংরক্ষিত সদন্য |
০৪ | মোসাঃ আয়েশা আক্তার | সংরক্ষিত সদন্য |
০৫ | মোঃ আলাউদ্দিন আলম | সদস্য |
০৬ | মোঃ আয়নাল হক | সদস্য |
০৭ | মোঃ আবুল বাশার | সদস্য |
০৮ | মোঃ দেলোয়ার হোসেন | সদস্য |
০৯ | মোঃ মজিবুর রহমান | সদস্য |
১০ | মোঃ সালাউদ্দিন শরী | সদস্য |
অদ্য ১৭/০৫/২০১৪ইং রোজ শনিবার সকাল ১১টায় বাড্ডা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক জরুরী সভা অত্র পরিষদের কার্য্যালয়ে অনুষ্ঠীত হয়। সভায় জনাব আলী হোসেন চেয়ারম্যান সাহেব জানান যে ২০১৩ইং-২০১৪ইং অর্থ বছরে গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচীর আওতায়=১৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা বরাদ্দ দেয়া হয়েছে। উক্ত বরাদ্দকৃত টাকা দ্বারা অত্র ইউপিতে প্রকল্প বাস্তবায়ন করা আবশ্যক। এই বিষয়ে অত্র ইউপির সকল সদস্য বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় ৫নং ওয়ার্ডের সদস্য জনাব দেলোয়ার হোসেন সাহেবের প্রস্তাব এবং সংরক্ষিত সদস্য জনাবা রত্না হায়দার এর সমর্থনে নিন্মবর্নিত প্রকল্পটি বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস