Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভা সমূহ

তারিখঃ ১৭/০৫/২০১৪ইং

 

সভার মন্তব্য ও রেজুলেশনঃ

 

উপস্থিত সদস্যদে

ক্রমিক নংউপস্থিত সদস্যদের নামপদবী
০১মোঃ আলী হোসেনচেয়ারম্যান
০২মোসাঃ রত্না হায়দারসংরক্ষিত সদন্য
০৩মোসাঃ কামরুন নাহারসংরক্ষিত সদন্য
০৪মোসাঃ আয়েশা আক্তারসংরক্ষিত সদন্য
০৫মোঃ আলাউদ্দিন আলমসদস্য
০৬মোঃ আয়নাল হকসদস্য
০৭মোঃ আবুল বাশারসদস্য
০৮মোঃ দেলোয়ার হোসেনসদস্য
০৯মোঃ মজিবুর রহমানসদস্য
১০মোঃ সালাউদ্দিন শরীসদস্য

     অদ্য ১৭/০৫/২০১৪ইং রোজ শনিবার সকাল ১১টায় বাড্ডা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক জরুরী সভা অত্র পরিষদের কার্য্যালয়ে অনুষ্ঠীত হয়। সভায় জনাব আলী হোসেন চেয়ারম্যান সাহেব জানান যে ২০১৩ইং-২০১৪ইং অর্থ বছরে গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচীর আওতায়=১৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা বরাদ্দ দেয়া হয়েছে। উক্ত বরাদ্দকৃত টাকা দ্বারা অত্র ইউপিতে প্রকল্প বাস্তবায়ন করা আবশ্যক। এই বিষয়ে অত্র ইউপির সকল সদস্য বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় ৫নং ওয়ার্ডের সদস্য জনাব দেলোয়ার হোসেন সাহেবের প্রস্তাব এবং সংরক্ষিত সদস্য জনাবা রত্না হায়দার এর সমর্থনে নিন্মবর্নিত প্রকল্পটি বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।