বাড্ডা ইউনিয়ন পরিষদ এর অন্যতমএকটি দশ্যনিয় স্থান। আফতাব নগর হাউজিং হচ্ছে জহিরুল ইসলমের নামে এর মধ্যে আছে ছোট বড় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, এখানে প্রতি বছর অস্থায়ী এক বিশাল পশুর হাট বসে। এখানে ছোটদের খেলার জন্য রয়েসে মাঠ। প্রতিদিন বিকালে এখানে অনেক লোকজন ঘুরতে আসে। যোগাযোগঃ রামপুরা মেরুল বাড্ডাব্রিজে নেমে হেটে যাওয়া যায় আবার অনেকে রক্সা নিয়ে ভিতরের দিকে যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস